রবিউল ও শিউলি একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তাদের ২০০৩, ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালের ৩১ শে ডিসেম্বর সমাপ্ত হিসাব বর্ষে নীট মুনাফা যথাক্রমে ২৪,০০০ টাকা, ৩৬,০০০ টাকা, ২৮,০০০ টাকা ও ৩২,০০০ টাকা। তাদের বড় বিনিয়োজিত মূলধন ১,৭৫,০০০ টাকা।
অতি মুনাফার ৪ গুণ সুনাম বাবদ মূল্যায়ণের সিদ্ধান্ত হারে সুনাম কত হবে, যখন প্রত্যাশিত মুনাফার হার ১০%?