A ও B সমঅংশীদার হিসেবে ১ জানুয়ারী, ২০০৪ তারিখে যথাক্রমে ৩,০০০ টাকা ও ৪,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করে। ২০০৪ সালে তাদের লাভ ছিল ৬০০ টাকা, উত্তোলন ছিল A ১৫০ টাকা ও B ১০০ টাকা। মূলধনের উপর সুদ ৫%। ২০০৫ সালে তারা লাভ-ক্ষতির হার ২:১ করলেও অন্য কোন পরিবর্তন করেনি। ২০০৫ সালে কারবারে লাভ হয় ২,৪০০ টাকা এবং উত্তোলন ছিল A ১,০০০ টাকা ও B ৫০০ টাকা। মূলধনের উপর আগের হারে সুদ ধরা হয়। তবে তা ছিল ২০০৪ সালের সমাপনী জেরের উপর।

২০০৪ সালে A ও B-এর মূলধনের সুদ কত টাকা ছিল?