সুজাউদ্দৌলা কাদের সহযোগিতায় রোহিলা নেতাকে হত্যা করেন?
নোট
সুজাউদ্দৌলা ব্রিটিশ সেনাদের সহযোগিতায় রোহিলা নেতাকে হত্যা করেন।
সুজা-উদ-দৌলা ভারতের ইতিহাসে দুইটি গুরুত্বপূর্ণ যুদ্ধে ভূমিকা রাখার কারণে অধিক পরিচিত। এগুলো হল পানিপথের তৃতীয় যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধে বিজয়ের ফলে মারাঠা শক্তির আধিপত্য খর্ব হয়। তিনি বক্সারের যুদ্ধে বাংলার নবাব মীর কাশিমের মিত্রপক্ষ ছিলেন তবে এই যুদ্ধে তারা পরাজিত হন। সুজাউদ্দৌলা ব্রিটিশ সেনাদের সহযোগিতায় রোহিলা নেতাকে হত্যা করেন।