সিরাজউদ্দৌলা কার পিতৃব্যকে ‘রায় রায়ান’ উপাধি দেন?
নোট
সিরাজউদ্দৌলা মোহন লাল পিতৃব্যকে 'রায় রায়ান' উপাধি দেন।
মোহনলাল ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার অন্যতম সেনাপতি। পলাশীর যুদ্ধে অংশগ্রহণ ও সিরাজের পক্ষে বিশ্বস্ততার সাথে লড়াইয়ের কারণে তিনি পরিচিত। তিনি দেওয়ান মোহনলাল এবং মোহনলাল কাশ্মিরী নামে পরিচিত ছিলেন। কতিপয় ঐতিহাসিকদের মতে, তিনি জাতিতে বাঙালি ছিলেন এবং হিন্দু মাহিষ্য পরিবারের সন্তান ছিলেন।