সিরাজউদ্দৌলা কাকে মীর জাফরের পরিবর্তে বখসী পদে আসীন করেন?
নোট
সিরাজউদ্দৌলা মীর মদনকে মীর জাফরের পরিবর্তে বখসী পদে আসীন করেন।
মীর মদন প্রথমে হোসেন কুলি খানের ভ্রাতুষ্পুত্র হাসানউদ্দিন খানের অধীনে ঢাকায় কাজ করতেন। তার বিশ্বস্ততা ও কর্মতৎপরতার খবর পেয়ে তরুণ নবাব সিরাজ মীর মদনকে মুর্শিদাবাদে এনে সেনাপতির আসন দেন। তিনি বখশী মীর মদন নামে পরিচিত ছিলেন।