সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী উমিচাঁদ নবাবের কী ছিলেন?
নোট
সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী উমিচাঁদ নবাবের আস্থাভাজন ছিলেন।
উমিচাঁদ পলাশী ষড়যন্ত্রের প্রধান হোতা উমিচাঁদ ছিলেন নওয়াবী আমলের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী। আগ্রার অধিবাসী মধ্য ভারতীয় ব্যবসায়ী উমিচাঁদ আঠারো শতকের দ্বিতীয় দশকে বাংলায় আসেন। বিষ্ণুদাস শেঠ নামক কলকাতার এক দাদনি ব্যবসায়ী ও দালাল উমিচাঁদের মুর্শিদাবাদ গমনের ব্যয়ভার বহন করেন। পরবর্তী সময়ে আঠারো শতকের ত্রিশের দশকে তিনি কলকাতায় নিজেকে একজন নেতৃস্থানীয় ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন।