সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে ছিলেন না কে?
নোট
সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে ছিলেন না মোহন লাল।
মোহনলাল ছিলেন নবাব সিরাজদ্দৌলার একজন অন্যতম বিশ্বস্ত কর্মকর্তা। তিনি দেওয়ান মোহনলাল এবং মোহনলাল কাশ্মিরী নামে পরিচিত ছিলেন। কতিপয় ঐতিহাসিকদের মতে, তিনি জাতিতে বাঙালি ছিলেন এবং হিন্দু মাহিষ্য পরিবারের সন্তান ছিলেন। ঐতিহাসিক নরত্তম হালদার মহাশয় তারগঙ্গারিডি: আলোচনা ও পর্যালোচনা নামক গ্রন্থে বলেছেন মোহনলাল মাহিষ্য সম্প্রদায়ের ছিলেন।