সিপাহি বিদ্রোহের সময় বন্দুকের টোটায় গরু ও শূকরের চর্বি মিশ্রিত করা হতো কেন?
নোট
সিপাহি বিদ্রোহের সময় বন্দুকের টোটায় গরু ও শূকরের চর্বি মিশ্রিত করা হতো হিন্দু -মুসলমানের ধর্ম নষ্ট করার জন্য।
সিপাহি বিদ্রোহ বা সৈনিক বিদ্রোহ ১৮৫৭ সালের ১০ মে মিরাট শহরে শুরু হওয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহিদের বিরুদ্ধে একটি বিদ্রোহ। যার মধ্যে আলেম ওলামাদের অবদান অপরিসীম। ক্রমশ এই বিদ্রোহ গোটা উত্তর ও মধ্য ভারতে (অধুনা উত্তরপ্রদেশ, বিহার, উত্তর মধ্যপ্রদেশ ও দিল্লি অঞ্চল ) ছড়িয়ে পড়েছিল। যুদ্ধে ব্রিটিশরা বন্দুকের টোটায় গরু ও শূকরের চর্বি মিশাতো যেনো হিন্দু -মুসলমানের ধর্ম নষ্ট হয়।