সার্ক (SAARC) এর পূর্ণ নাম কি?
নোট
সার্ক (SAARC) এর পূর্ণ নামঃ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সার্কের প্রতিষ্টাতা সদস্য সমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্ককের সদস্য পদ লাভ করে । নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দফতর অবস্থিত । সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর প্রতিষ্টিত হয়েছে। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।