সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু কী নামে পরিচিত?
নোট
সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী নামে পরিচিত।
ক্রান্তীয় মৌসুমী জলবায়ু (ক্রান্তীয় আর্দ্র জলবায়ু বা ক্রান্তীয় মৌসুমি ও উপকূলীয় আয়নবায়ুর জলবায়ু নামেও পরিচিত) হল এক ধরনের জলবায়ু, যা কোপেন জলবায়ু শ্রেণিবিন্যাসের "এএম" বিভাগের অনুরূপ। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মাসিক গড় তাপমাত্রা বছরের প্রতি মাসে এবং শুকনো মরসুমে ১৮ °সে (৬৪ °ফা) উপরে থাকে।