সামগ্রিকভাবে কার শাসনামলে হাদীস সংকলন করা হয়েছিলো?
নোট
সামগ্রিকভাবে হযরত উমর ইবনে আবদুল আযিয (রাঃ) শাসনামলে হাদীস সংকলন করা হয়েছিলো।
শিক্ষাক্ষেত্রে উমাইয়া-যুগের সবচেয়ে বড় সাফল্য ছিলো, এ-যুগে কুরআনের তাফসির ও মহানবী (সাঃ)-এর হাদীস সংকলন করা হয়। সামগ্রিকভাবে হাদীস সংকলন করা হয়। হযরত উমর ইবনে আবদুল আযিয (রাঃ) শাসনামলে।
প্রখ্যাত তবেয়ি হযরত উমর ইবনে আবদুল আযিয (রাঃ) ৯৯ হিজরি সনে খলিফা মনোনিত হয়েছেন। তার খেলাফতের মেয়াদ ছিলো ২ বছর ৫ মাস। ইমান, তাকওয়া ও যোগ্যতার কারনে তিনি ইসলামের পঞ্চম খলিফা হিসেবে সর্বজনস্বীকৃত।
সোর্সঃ ইসলামের ইতিহাস - নববী যুগ থেকে বর্তমান: পৃষ্ঠা-১৬৩।