নোট
দসোভিয়েত ঐক্য স্নায়ুযুদ্ধ যুগে পৃথিবীর সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর মডেল হিসেবে দাঁড়িয়ে যায়। মূলতঃ চারটি প্রজাতন্ত্র হতে সোভিয়েত ঐক্যের উৎপত্তি হলেও ১৯৫৬ হতে ১৯৯১ সালে ভেঙে যাবার আগে পর্যন্ত এই ইউনিয়নের প্রজাতন্ত্রের সংখ্যা দাঁড়িয়েছিল ১৫ টিতে। এগুলো ছিল -
১। আর্মেনিয়া প্রজাতন্ত্র
২। আজারবাইজান প্রজাতন্ত্র
৩। বেলারুশ প্রজাতন্ত্র
৪। এস্তোনিয়া প্রজাতন্ত্র
৫। জর্জিয়া প্রজাতন্ত্র
৬। কাজাখস্তান প্রজাতন্ত্র
৭। কিরগিজিস্তান প্রজাতন্ত্র
৮। লাটভিয়া প্রজাতন্ত্র
৯। লিথুয়ানিয়া প্রজাতন্ত্র
১০। মলদোভিয়া প্রজাতন্ত্র
১১। রাশিয়া প্রজাতন্ত্র
১২। তাজিকিস্তান প্রজাতন্ত্র
১৩। তুর্কমেনিস্তান প্রজাতন্ত্র
১৪। ইউক্রেন প্রজাতন্ত্র
১৫। উজবেকিস্তান প্রজাতন্ত্র
১৯৯১ সালে সোভিয়েত ঐক্য ভেঙে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্নায়ুযুদ্ধ শেষ হয়ে যায়। এসময় ভূতপূর্ব সোভিয়েত ঐক্যের ১৫টি প্রজাতন্ত্রের মধ্যে ১১টি নিজেরা একটি শিথিল সমামেল সৃষ্টি করে, যেটা স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রমণ্ডল নামে পরিচিত। তিনটি বাল্টিক রাষ্ট্র লিথুয়ানিয়া, লাতভিয়া ও এস্টোনিয়া এই সমামেলে যোগ দেয়নি। এই রাষ্ট্রমণ্ডলের মূল সদস্য থাকলেও তা থেকে তুর্কমেনিস্তানকে বর্তমানে সহযোগী সদস্য করা হয়েছে। তিনটি বাল্টিক রাষ্ট্র লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্টোনিয়া ২০০৪ সালে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়।
Source: WIKIPEDIA