সসীম বিহিত মুদ্রা কোনটি?
নোট
সসীম বিহিত অর্থ বলতে বোঝায় যে বিহিত অর্থ দ্বারা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায় ,আইনগতভাবে জনগণকে অধিক গ্রহণে বাধ্য করা যায় নাএবং জনগণ তার ইচ্ছা অনুযায়ী তা গ্রহণ করতে পারে । সসীম বিহিত অর্থ হলো - ৫০ পয়সা ,১ টাকা ,২টাকা ও ৫ টাকার ধাতব মুদ্রা ।