সরকার/সঞ্চয়/বিনিয়োগ/জলবায়ূ – কোনটি রাজনৈতিক পরিবেশের উপাদান?
নোট
দেশের সার্বভৌমত্ব , সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্ত্মা ভাবনা আইন শৃঙ্খলা পরিস্থিতি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। এ থেকেই সহজে বোঝা যায় যে, সরকার রাজনৈতিক পরিবেশের উপাদান।