সরকার কর্তৃক আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি আরোপ করা হয়?
নোট
আমদানি শুল্ক এক প্রকার কর যা সরকার কর্তৃক দেশের আন্তর্জাতিক বাণিজ্য পর্যায়ে আরোপ করা হয়। আমদানি শুল্ক একটি পরোক্ষ কর যা দেশের আনদানি সামগ্রীর ওপর আরোপ ও আদায় করা হয়। আমদানি শুল্ক দুইভাবে আদায় করা হয়। মূল্যভিত্তিক শুল্ক এবং পরিমাণভিত্তিক শুল্ক এই দুইভাবে আমদানি শুল্ক আদায় করা হয়। একটি দেশের উন্নয়নের অবস্থা কি তা ঐ দেশের কর ব্যবস্থায় আমদানি শুল্কের গুরুত্ব থেকেই বোঝা যায়। আর তাই একটি দেশের উন্নয়নের ক্ষেত্রে আমদানি শুল্কের গুরুত্ব বিদ্যমান।