সমুদ্রপৃষ্ঠ থেকে কে২ পর্বতশৃঙ্গের কত মিটার?
নোট
সমুদ্রপৃষ্ঠ থেকে কে২ পর্বতশৃঙ্গের ৮,৮১১ মিটার।
কে২ (ইংরেজি: K2) হচ্ছে মাউন্ট এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮,৮১১ মিটার (২৮,৯০৭ ফু)। হিমালয় পর্বতমালার কারাকোরাম পর্বত রেঞ্জের অন্তর্গত এই পর্বতশৃঙ্গটি পাকিস্তানের গিলগিত-বালতিস্তান ও চীনের জিংজিয়ানের তাক্সকোরগান সীমান্তে অবস্থিত।