সমগ্র পৃথিবীর মধ্যে কোনো একটি স্থানকে নির্দিষ্ট করতে হলে কোন বিষয় গুলো জানতে হবে?
নোট
সমগ্র পৃথিবীর মধ্যে কোনো একটি স্থানকে নির্দিষ্ট করতে হলে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা বিষয় গুলো জানতে হবে।
দ্রাঘিমারেখাগুলি পৃথিবীকে উত্তর-দক্ষিণে বেষ্টন করে আছে। অক্ষরেখার মান ০° (নিরক্ষরেখা) থেকে ৯০° উত্তর ও দক্ষিণ (সুমেরু ও কুমেরু বিন্দু) পর্যন্ত গণনা করা হয়। দ্রাঘিমারেখার মান ০° (মূল মধ্যরেখা) থেকে ১৮০° পূর্ব ও পশ্চিম (একই দ্রাঘিমারেখা) পর্যন্ত গণনা করা হয়।