সবচেয়ে পুরাতন বীমা হচ্ছে-
নোট
১৯০৬ সালের বৃটিশ নৌ আইন অনুযায়ী, "নৌবীমা চুক্তি হল এমন একটি চুক্তি যেখানে বীমাকারী বীমাগ্রহীতাকে সমুদ্রযাত্রা সংক্রামত্ম ক্ষয়-ক্ষতির বিরুদ্ধে নির্ধারিত পন্থায় ও নির্ধারিত সীমা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের দায় গ্রহণ করে।" নৌ বীমার উন্মেষ ঘটে খ্রিস্টপূর্ব ৯১৬ অব্দে, রোচ দ্বীপের অধিবাসীদের দ্বারা। বিশ্বে সর্বপ্রথম নৌ-বীমা ব্যবসায়ের উৎপত্তি হয়। এরপর আসে অগ্নিবীমা ও সবার পরে জীবন বীমা।