শূক্র গ্রহের বায়ুমন্ডল সাধারণত কোন গ্যাস দিয়ে তৈরি?
নোট
শূক্র গ্রহের বায়ুমন্ডল সাধারণত কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে তৈরি ।
এই গ্রহের আবহমন্ডলের প্রায় সবটাই কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখানে মাত্র ০.৪ ভাগ অক্সিজেন গ্যাস রয়েছে। শুক্র গ্রহে কিছু নাইট্রোজেন,হাইড্রোজেন, অ্যামোনিয়া এবং নামমাত্র জলীয়বাষ্পের অস্তিত্ব পাওয়া গেছে