শওকত জঙ্গ সিরাজউদ্দৌলার কী ছিল?
নোট
শওকত জঙ্গ সিরাজউদ্দৌলার খালাতো ভাই ছিল।
শওকত জঙ্গ ছিলেন বাংলার নবাব আলীবর্দী খান-এর নাতি এবং সিরাজউদ্দৌলার খালাত ভাই।আলীবর্দী খানের ছিল তিন কন্যা। তিন কন্যাকেই তিনি নিজের বড়ভাই "হাজি আহমদ"-এর তিন পুত্র, নোয়াজেশ মোহাম্মদের সাথে বড় মেয়ে ঘসেটি বেগমের, সৈয়দ আহমদ খান সওলত জং সাথে মেজ মেয়ে মায়মুনা বেগমের এবং জয়েনউদ্দিন আহম্মদের সাথে ছোট মেয়ে আমেনা বেগমের বিয়ে দেন। তিনি ছিলেন আলীবর্দী খানের মেজ মেয়ে মায়মুনা বেগমের সন্তান। তার জন্মতারিখ বা সাল সম্পর্কে বিশদ জানা যায় না।