লাল মোরগ পাখির বৈজ্ঞানিক নাম কি?
নোট
লাল মোরগ পাখির বৈজ্ঞানিক নাম হল, Galloperdix spadicea। লাল মোরগ Phasianidae পরিবারের Galloperdix গণের একটি পাখি। বাংলাদেশ থেকে সংগৃহিত নমুনা হার্ভার্ডের Museum of Comparative Zoology জাদুঘরে সংরক্ষিত আছে। তবে বাংলাদেশ থেকে সংগৃহিত হওয়ার সম্ভবনা কম। এদের মূল আবাস কেবল গাঙ্গেয় উপত্যকার দক্ষিণে সীমাবদ্ধ।