লর্ড রিপন ক্ষমতায় এসে কাদের সীমান্ত সমস্যা সমাধান করেন?
নোট
লর্ড রিপন ক্ষমতায় এসে আফগানদের সীমান্ত সমস্যা সমাধান করেন।
লর্ড রিপন সর্বপ্রথম পদক্ষেপ ছিল দীর্ঘস্থায়ী অ্যাংলো-আফগান শক্রতার অবসান ঘটানো। তিনি নতুন আফগান আমীর আব্দুর রহমানের সাথে একটি শান্তি চুক্তি করেন। ভারত সরকার থেকে একটি বার্ষিক অনুদানের বিনিময়ে নতুন আমীর ভারত সরকারের সঙ্গে পরামর্শ করে তার বৈদেশিক নীতি নির্ধারণ করতে সম্মত হন। এভাবে তিনি আফগানদের সীমান্ত সমস্যা সমাধান করেন।