লকারবি কোন দেশে?
নোট
১৯৮৮ সালের ২১ ডিসেম্বর স্কটল্যান্ডের লকারবি শহরে বিধ্বস্ত হয়েছিল একটি বিমান। এতে নিহত হয় ২৭০ জন যাত্রী। এদের বেশিরভাগই ছিল বিভিন্ন পশ্চিমা দেশের নাগরিক। লন্ডন থেকে নিউইয়র্কে যাওয়ার পথে বিমানটিতে হামলা হয়। হামলার দায় স্বীকার করেছিল লিবিয়া। এ কারণে ২০০৩ সালে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে মোট ২৭০ কোটি ডলার দিয়েছিল দেশটি। লকারবির হামলার জন্য দোষী সাব্যস্ত হয়ে জেল খাটতে হয়েছে লিবিয়ার গোয়েন্দা কর্মকর্তা আব্দেল বাসেত আল মেগরাহিকে। ২০১২ সালে ক্যানসারে ভুগে তিনি মারা যান।