রেওয়ামিল প্রস্তুত দ্বারা কোনটি সহজেই উদঘাটিত হয়?
নোট
রেওয়ামিল হচ্ছে এমন একটি তালিকা যেখানে আয়,ব্যয়,সম্পওি ও দায় জাতীয় হিসাবগুলোর জেরগুলোকে ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজিয়ে হিসাবের শুদ্ধতা যাচাই করা হয়। সকল ব্যক্তিবাচক,সম্পওিবাচক এবং নামিক হিসাব রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়। জাবেদা এবং খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপবদ্ধ হয়ছে কিনা তা রেওয়ামিলের মাধ্যমে জানা যায়।খতিয়ান হিসাব সমুহের ডেবিট ও ক্রেডিট জেরের সমতা বিধানকারী প্রমাণপত্রকে রেওয়ামিল বা Trial Balance বলে। খতিয়ান হিসাবের সর্বশেষ জের নিয়ে Trial Balance তৈরি করতে হবে ।
যে সমস্ত হিসাবখাত Balance b/d হিসাবে খতিয়ানে যায় তা Trial Balance এ আসবে। Trial Balance এর Debit ও Credit এর যোগফল সর্বদা সমান হবে। এ থেকেই বোঝা যায়, রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমেই সহজে ভূল উদঘাটিত হয়।