রেওয়ামিলকে অনিশ্চিত হিসাব নির্দেশ করে-
নোট
রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্যের ফলে অনিশ্চিত নামক হিসাবের সৃষ্টি হয়। মূলত রেওয়ামিলে ডেবিট ও ক্রেডিট টাকার পরিমান সমান না হলে এই অনিশ্চিৎ হিসাব ব্যবহার করা হয়। আর ঘাটতি অর্থ অনিশ্চিত হিসাবের মাধ্যমে প্রকাশের ফলে ডেবিট ও ক্রেডিট অর্থ সমান হয়। প্রকৃতপক্ষে অনিশ্চিত হিসাব একটি সাময়িক হিসাব।