রায়োলাইট কোন ধরনের শিলা?
নোট
রায়োলাইট বহিঃজ আগ্নেয় ধরনের শিলা।
ভূগর্ভের উত্তপ্ত তরল পদার্থ ম্যাগমা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা অন্য কোনো কারণে বেরিয়ে এসে শীতল হয়ে জমাট বেঁধে বহিঃজ আগ্নেয় শিলা সৃষ্টি হয়।অ্যান্ডিলাইট, রায়োলাইট, ব্যাসল এই শিলার উদাহরন।