রাশেদা এন্ড সন্স এর হিসাবরক্ষক দ্বারা তৈরিকৃত রেওয়ামিলে মাল ক্রয় ৫০,০০০ টাকার স্থলে ৪৫,০০০ টাকা এবং মাল বিক্রয়ের ক্ষেত্রে ৩৫,০০০ টাকার স্থলে ৩০,০০০ টাকা লিপিবদ্ধ করায় ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে গেল।
রাশেদা এন্ড সন্স – এর ভুলের পরিমাণ কত?
রাশেদা এন্ড সন্স এর হিসাবরক্ষক দ্বারা তৈরিকৃত রেওয়ামিলে মাল ক্রয় ৫০,০০০ টাকার স্থলে ৪৫,০০০ টাকা এবং মাল বিক্রয়ের ক্ষেত্রে ৩৫,০০০ টাকার স্থলে ৩০,০০০ টাকা লিপিবদ্ধ করায় ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে গেল।
রাশেদা এন্ড সন্স – এর ভুলের পরিমাণ কত?
রাশেদা এন্ড সন্স - এর ভুলের পরিমাণ ৫০০০ টাকা হবে। কারন, রাশেদা এন্ড সন্স মাল ক্রয় করে ডেবিট পাশে ৫০,০০০ টাকার পরিবর্তে ভূলবশত ৪৫,০০০ টাকা লেখা হয়েছে। এক্ষেত্রে রেওয়ামিলের ডেবিট পাশে ৫,০০০ টাকা কম দেখানো হল। আবার মাল বিক্রয় করে ক্রেডিট পাশে ৩৫,০০০ টাকার পরিবর্তে ভূলবশত ৩০,০০০ টাকা লেখা হয়েছে। এক্ষেত্রে রেওয়ামিলের ক্রেডিট পাশে ৫,০০০ টাকা কম দেখানো হল। সুতরাং রেওয়ামিলের উভয় পাশেই ৫,০০০ টাকা কম দেখানো হয়েছে। আর তাই রাশেদা এন্ড সন্স - এর ভুলের পরিমাণ ৫০০০ টাকা হবে।