রাশিয়া এর রাজধানীর নাম কি?
নোট
মস্কো পূর্ব ইউরোপের রাষ্ট্র রাশিয়ার রাজধানী ও বৃহত্তম নগরী।
শহরটির নাম মস্কভা নদীর নাম থেকে উদ্ভূত বলে মনে করা হয়। নদীর নামের উৎপত্তি নিয়ে বেশ কিছু তত্ত্ব রয়েছে। ফিনো-উগ্রিক মেরিয়া এবং মুরোমা জনগণ, যারা প্রাথমিকভাবে এই অঞ্চলে বসবাসকারী বেশ কয়েকটি প্রাক-স্লাভিক উপজাতির মধ্যে ছিল, এই নদীটিকে তারা মুস্তাজোকি, (বাংলা: কালো নদী) বলতো। এই শব্দটি থেকে শহরের নামটি এসেছে বলে অনেকে মনে করেন।