রহিম মিয়া প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিতে চাষাবাদ করে। রহিমের চাষকৃত ভূমিকে কী বলে?
নোট
রহিম মিয়া প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিতে চাষাবাদ করে। রহিমের চাষকৃত ভূমিকে দোয়াব বলে।
দোয়াব দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল, সাধারণত প্রায় একই দিকে প্রবহমান দুটি পাশাপাশি নদী উপত্যকার মধ্যবর্তী অপেক্ষাকৃত উঁচু ভূমি বা শৈলশিরার ভারত উপমহাদেশীয় নাম। ফারসি ‘দো’ শব্দের অর্থ দুই এবং ‘আব’ শব্দের অর্থ পানি; এভাবে দোয়াব শব্দের অর্থ দাঁড়ায় ‘দুই পানি’।