“রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছিল” – এটি কোন বাচ্যের বাক্য?
নোট
কর্মপদ প্রধান রূপে প্রকাশিত হলে তাকে কর্মবাচ্য বলে। এ ধরনের বাক্যে ক্রিয়াপদ কর্তা অনুযায়ী না হয়ে কর্মপদ অনুযায়ী হয় এবং কর্মপদের অনুসারী হয়। এ ধরনের বাক্যে কর্তায়- তৃতীয়া বিভক্তি হয়। কর্মে- শূণ্য বিভক্তি হয়। (কখনো কখনো দ্বিতীয়া বিভক্তিও হয়) যেমন-
- শিকারি কর্তৃক বাঘটি নিহত হয়েছে।
- রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছিল।