রফিক সাহেব তার ছেলেকে পড়াতে গিয়ে বললেন সৌরজগতের একটি গ্রহে কেবল উদ্ভিদ ও জীবজন্তু বসবাসের উপযোগী। তিনি কোন গ্রহের কথা বললেন?
নোট
রফিক সাহেব তার ছেলেকে পড়াতে গিয়ে বললেন সৌরজগতের একটি গ্রহে কেবল উদ্ভিদ ও জীবজন্তু বসবাসের উপযোগী। তিনি পৃথিবীর কথা বললেন।
পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয়, সর্বাপেক্ষা অধিক ঘনত্বযুক্ত এবং সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ। সূর্য হতে এটির দূরত্ব প্রায় ১৫ কোটি কি.মি।এটি সৌরজগতের চারটি কঠিন গ্রহের অন্যতম। পৃথিবীর অপর নাম "বিশ্ব" বা "নীলগ্রহ"।