যে সকল লেনদেন দ্বারা নগদে প্রদান ঘটে সেই সকল লেনদেনগুলো লিপিবদ্ধ হয়-
নোট
নগদ অর্থ প্রদান সংক্রান্ত লেনদেন যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রদান জাবেদা বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে কেবলমাত্র যে সকল লেনদেন দ্বারা নগদে প্রদান ঘটে সেই সকল লেনদেনগুলোই এই বহিতে লিপিবদ্ধ করা হয়। নগদ প্রদানের জাবেদাটি হলঃ
পাওনাদার/ক্রয়/প্রদেয় বিল হিসাব - ডেবিট
নগদান হিসাব - ক্রেডিট