যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে তাকে কী বলে?
নোট
আমানতকারীর নগদান বইয়ের ব্যাংক কলাম এবং ব্যাংক প্রদত্ত পাশ বইয়ের উদ্বৃত্তের মধ্যে প্রায়ই পার্থক্য দেখা যায়। এ পার্থক্যের কারণ বের করে নগদাই বই ও পাশ বইয়ের উদ্বৃত্তের সমন্বয় সাধরেন জন্য আমানতকারী একটি নির্দিষ্ট তারিখে যে বিবরণী প্রস্তুত করে, তাকেই ব্যাংক সমন্বয় বিবরণী বলে।
ব্যাংক সমন্বয় বিবরণতে দুইটি হিসাব থাকে। একটি হল,আমানতকারীর হিসাব এবং আরেকটি হল,ব্যাংক হিসাব। ব্যাংকে যদি কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের হিসাব থাকে তবে সেই হিসাবকে আমানতকারীর হিসাব বলে।