যে নগদান বইয়ে টাকার পরিমাণ লেখার জন্য উভয় পাশে তিনটি করে ঘর থাকে তাকে কী বলে?
নোট
নগদ ও ব্যাংক লেনদেনের পাশাপাশি বাট্টা প্রাপ্তি ও প্রদান সংক্রান্ত লেনদেনগুলো তিনঘরা নগদান বইতে লেখা হয়। এজন্য টাকার অতিরিক্ত একটি কলাম রাখা হয়। অর্থাৎ, যে নগদান বইয়ে টাকার পরিমাণ লেখার জন্য উভয় পাশে তিনটি করে ঘর থাকে তাকে তিনঘরা নগদান বই বলে।