যুক্তরাজ্যের বোডাফোন কোন নেটওয়ার্ক ব্যবহার করে সর্বপ্রথম এসএমএস প্রেরণ করে?
নোট
GSM (Global System for Mobile Communications: originally from Groupe Special Mobile) গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন কে সংক্ষেপে বলা হয় জিএসএম। এটি এক ধরনের ডিজিটাল তারবিহীন সেলুলার বা মোবাইল যোগাযোগ ব্যবস্থা। জিএসএম তথ্য আদানপ্রদান এর ক্ষেত্রে ন্যারোব্যান্ড টিডিএমএ ব্যবহার করে। এটি GMSK মড্যুলেশন টেকনিক ব্যবহার করে থাকে।
আর যুক্তরাজ্যের বোডাফোন জিএসএম নেটওয়ার্ক ব্যবহার করে সর্বপ্রথম এসএমএস প্রেরণ করে।