‘যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পুঞ্জীভূত না হয়।’ অত্র আয়াত কোন বিষয়টি নিদের্শ করে?
নোট
‘যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পুঞ্জীভূত না হয়।’ অত্র আয়াত যাকাত আদায় বিষয়টি নিদের্শ করে।
‘যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পুঞ্জীভূত না হয়।’ অত্র আয়াত যাকাত আদায় বিষয়টি নিদের্শ করে।
Saju
যাতে সম্পদ শুধু তোমাদের অথশালীদেরহাতেই পুজীভত না হয় অএ আয়াত কোন বিষয়টী নিদেশ করে
Mehedy Sazzat
অত্র আয়াতটি নির্দেশ করে যাকাত আদায় সম্পর্কে।
এই আয়াতের মূল উদ্দেশ্য হলো সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা, যাতে সম্পদ শুধু ধনীদের মধ্যে সীমাবদ্ধ না থাকে এবং গরিব ও অভাবগ্রস্ত ব্যক্তিরাও সমাজের অংশীদার হতে পারে। যাকাত হচ্ছে ইসলামের একটি অন্যতম মূলনীতি, যার মাধ্যমে ধনীদের সম্পদ থেকে নির্দিষ্ট অংশ গরিবদের মধ্যে বণ্টন করা হয়।