যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো ২,০০০ টাকা। এটি কোন ধরনের লেনদেন?
নোট
যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো ২,০০০ টাকা। এটি একটি অদৃশ্যমান লেনদেন। কারন, অদৃশ্যমান লেনদেন হল সেসকল লেনদেন যেগুলো দেখা যায় না। এখানে যন্ত্রপাতির অবচয় দেখা যায় না কিন্তু একটি নির্দিষ্ট সময় পর পর অবচয়ের সৃষ্টি হতে থাকে।