মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে টানা হয়েছে ?
নোট
মূল মধ্যরেখা গ্রীনিচ শহরের রয়াল অবসার্ভেটরী শহরের উপর দিয়ে টানা হয়েছে ।
যে কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখা ইংল্যান্ডের গ্রীনিচ মানমন্দিরের উপর দিয়ে সুমেরু থেকে কুমেরু পর্যন্ত উত্তর-দক্ষিণে বিস্তৃত হয়ে পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে তাকে মূল মধ্যরেখা বলে ।