রাম ও রহিম একটি অংশীদারি কারবারের অংশীদার। তাদের মূলধনের পরিমান ৪০,০০০ ও ২০,০০০ যথাক্রমে। জন কে ব্যবসায়ের ছয় ভাগের এক অংশ লাভের জন্য ১২,০০০ টাকা মূলধন আনার শর্তে ব্যবসায়ে যোগ দিল। রাম, রহিম ও জন এর নতুন লাভ-লোকসান অনুপাত যথাক্রমে ৩:২:১। তারা নতুন অনুপাত অনুসারে মূলধন সংরক্ষন করবে।
রাম ও রহিমের নতুন মূলধন কত টাকা?