বিক্রম ও আকরাম দুজন অংশীদার যাদের ০১/০১/১৯৯৫ তারিখে মূলধন হিসাবের জের ছিল যথাক্রমে ৪০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা, ১৯৯৫ সনে ব্যবসায়ের মোট মুনাফা মূলধনের উপর সুদ ও বেতন সমন্বয়ের পূর্বে ১,০০,০০০ টাকা। ১৯৯৫ সনে বিক্রম ২২,০০০ টাকা ও আক্রাম ১৫,০০০ টাকা বেতন নেয়। ১০% হারে প্রারম্ভিক মূলধনের উপর সুদ দেয়া হবে। মুনাফার বাকি অংশ দুজনের মধ্যে সমানভাবে ভাগ করা হবে।
এ সকল সমন্বয়ের পর তাদের মূলধন হিসাবের জের কত হবে?