কিং ও রে একটি ফার্মের অংশীদার। তাদের চুক্তি অনুসারে কিং বেতন বাবদ বৎসরে পাবে ৮,৪০০ টাকা এবং রে পাবে ৬,০০০ টাকা। তারা বৎসরে প্রারম্ভিক মূলধনের উপর ১০% হারে সুদ পাবে। অবশিষ্ট মুনাফা সমান হারে ভাগ করবে। তাদের প্রারম্ভিক মূলধন ছিল কিং ২৮,০০০ টাকা ও রে ২৪,০০০ টাকা। উক্ত বছরের নীট মুনাফা বেতন ও সুদ পূর্বে ২২,০০০ টাকা।
বৎসরে শেষে তাদের মূলধন হিসাবের জের কত হবে?