মুন্না বিক্রয় করে ২০,০০০ টাকার চেক পেলে কোন হিসাবে লেখা হবে?
নোট
মুন্না বিক্রয় করে ২০,০০০ টাকার চেক পেলে ব্যাংক হিসাবে লেখা হবে। নগদান বইতে দুটি দিক থাকে এক পাশে যাবতীয় প্রাপ্তিসমূহ লেনদেন লিপিবদ্ধ করা হয়। আর অপরপাশে যাবতীয় প্রদানসমূহ লেনদেন লিপিবদ্ধ করা হয়। যাবতীয় প্রাপ্তি পাশকে ডেবিট এবং যাবতীয় প্রদানসমূহ পাশকে ক্রেডিট বলা হয়। যেমন; পন্য বিক্রয়ের মাধ্যমে নগদ অর্থের প্রাপ্তি ঘটে। তাই এই লেনদেনটি ডেবিট পাশে লিপিবদ্ধ করা হবে।
মুন্না বিক্রয় করে ২০,০০০ টাকার চেক পেলে ব্যাংক হিসাবে লেখা হবে।কারন, এক্ষেত্রে মুন্না বিক্রয় করে চেকের মাধ্যমে অর্থ পেয়েছে তাই ডেবিট পাশের ব্যাংক কলামে ২০০০০ টাকা লিপিবদ্ধ হবে।