মতিন, যতিন, রথিন, একটি অংশীদারি কারবারে যথাক্রমে ৪:২:১ হারে মুনাফা ও ক্ষতি বন।টনের ভিত্তিতে ব্যবসা করছে। মতিন রথিনকে বছরে ১০,০০০ টাকা মুনাফা দেয়অর নিশ্চয়তা দেয়। উক্ত বছরে মোট ৫৬,০০০ টাকা মুনাফা হয়। উক্ত বৎসরে যতিনের প্রাপ্য মুনাফার পরিমাণ কত?