মীর জাফরকে ইংরেজরা পুনরায় সিংহাসনে বসান কেন?
নোট
মীর জাফরকে ইংরেজরা পুনরায় সিংহাসনে বসান কারণ মীর জাফর অনুগত বলে।
২২ শে অক্টোবর ১৭৬৪ সালে দুই পক্ষের মধ্যে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধে নবাবের সম্মিলিত বাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যবাহিনীর কাছে পরাজিত হয়। এরপর মীর জাফরকে পুনরায় নবাব হিসাবে ঘোষণা করা হয়। কারণ মীর জাফর অনুগত ছিল।