মীর কাসিম মীর জাফরের কী হতেন?
নোট
মীর কাসিম মীর জাফরের জামাতা হতেন।
মীর কাসিম ১৭৬০ সাল থেকে ১৭৬৩ সাল পর্যন্ত বাংলার নবাব ছিলেন। পলাশীর যুদ্ধ পরবর্তী নবাব মীর জাফরকে ক্ষমতাচ্যুত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর কাসিমকে ক্ষমতায় বসায়। সম্পর্কে মীর কাসিম মীর জাফরের জামাতা হতেন।