মীর কাসিমের সৈন্যদের কোন ইউরোপীয় সৈন্য প্রশিক্ষণ দেন?
নোট
মীর কাসিমের সৈন্যদের ইউরোপীয় সৈন্য মার্কার প্রশিক্ষণ দেন।
মীর কাসিম মনে করতেন যে, তিনি একজন স্বাধীন শাসক, আর ইংরেজরা চাইত তিনি যেন তাদের হাতের ক্রীড়নক হিসেবে কাজ করেন, যেহেতু তারাই তাঁকে ক্ষমতায় বসিয়েছে। ফলে উভয় পক্ষে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। সংঘর্ষের সূত্রপাত হয় পাটনা থেকে। সেখানে এক ইংরেজ কর্মকর্তা এবং নওয়াব পরস্পরকে উত্তেজিত করে নিজেদের ধৈর্যচ্যুতি ঘটান। এমতবস্থায় মীর কাসিমের সৈন্যদের ইউরোপীয় সৈন্য মার্কার প্রশিক্ষণ দেন।