মির্জা মুহাম্মদ হাসিম মইনুদ্দিন কার পিতা ছিলেন?
নোট
মির্জা মুহাম্মদ হাসিম মইনুদ্দিন সিরাজউদ্দৌলার পিতা ছিলেন।
সিরাজউদ্দৌলার জন্ম ১৭৩৩ সালে। নবাব সিরাজ-উদ-দৌলা ছিলেন বাংলার নবাব আলীবর্দী খান-এর নাতি। আলীবর্দী খানের কোন পুত্র ছিল না। তার ছিল তিন কন্যা। সিরাজউদ্দৌলা ছিলেন মির্জা মুহাম্মদ হাসিম মইনুদ্দিনের ছেলে। তিনি নানার সূত্রে সিংহাসন লাভ করেন।