মায়ানমারের মুদ্রার নাম কি?
নোট
ক্যাত বা কিয়াট হল মায়ানমারের মুদ্রা। মায়ানমারের মুদ্রার প্রতীক হল, K এবং ব্যাংক কোড হল, MMK। মায়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের নাম হল, মায়ানমার কেন্দ্রীয় ব্যাংক। ক্যাত বা কিয়াট ২০১২ সালে মুদ্রাস্ফীতির মুখোমুখি হয়। ২০১২ সালের মার্চ মাসে বাংলাদেশী টাকার সাথে বিনিময়ের হার ছিল ১.৯০ টকা/প্রতি ১ ক্যাত এবং এপ্রিল মাসে বিনিময়ের হার ছিল ৮.৪৫ ক্যাত/প্রতি ১ টাকা।