রবি এন্ড ব্রাদার্স একটি ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্টানটি ১০% হারে মাহবুবকে ঋণ প্রদান করে ১,০০,০০০ টাকা। বছর শেষে হিসাবরক্ষক রেওয়ামিল তৈরি করেন।
‘মাহবুবকে প্রদত্ত ঋণের সুদ’ রেওয়ামিলে কীভাবে দেখানো হবে?
নোট
রবি এন্ড ব্রাদার্স একটি ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্টানটি ১০% হারে মাহবুবকে ঋণ প্রদান করে ১,০০,০০০ টাকা। বছর শেষে হিসাবরক্ষক রেওয়ামিল তৈরি করেন।
‘মাহবুবকে প্রদত্ত ঋণের সুদ’ রেওয়ামিলে ক্রেডিট দিকে ১০,০০০ টাকা দেখানো হবে। কারন, প্রদত্ত ঋণ হিসাবটি ডেবিট উদ্ধত্ত প্রকাশ করে বলে এর সুদের হিসাব বিপরীত উদ্ধত্ত অর্থাৎ ক্রেডিট উদ্ধত্ত প্রকাশ করে। সর্বদা যেকোনো হিসাবের স্বাভাবিক উদ্ধত্ত সে সকল হিসাবের সুদ হিসাব জড়িত থাকলে তার বিপরীত উদ্ধত্ত প্রকাশ করে। যেমন; ঋণ হিসাবের স্বাভাবিক উদ্ধত্ত হল ডেবিট কিন্তু ঋণের সুদ হিসাবের উদ্ধত্ত ক্রেডিট,আবার মুলধন এর স্বাভাবিক উদ্ধত্ত ক্রেডিট কিন্তু মুলধনের সুদ হিসাবের উদ্ধত্ত হল ডেবিট।
এখানে, প্রদত্ত ঋণের সুদ= (১০০,০০০*১০%) = ১০,০০০ টাকা।