মহাকাশের অধিকাংশ গ্যালাক্সিগুলোর আকার ও আকৃতি কেমন?
নোট
মহাকাশের অধিকাংশ গ্যালাক্সিগুলোর আকার ও আকৃতি সর্পিলাকার ও উপবৃত্তাকার।
কেউ জানে না মহাবিশ্বের আকার বা আকৃতি কেমন, অনেক বিজ্ঞানী মনে করেন মহাবিশ্বের শুরু ও এদের বিভিন্ন আকার ও আকৃতি রয়েছে, তবে এদের অধিকাংশই সর্পিলাকার বা উপবৃত্তাকার। সর্পিলাকার গ্যালাক্সিগুলো বৃহৎ আকৃতির এবং উপবৃত্তাকার গ্যালাক্সিগুলো বেশি উজ্জ্বল।